এখন আসুন দেখে নেই পৃথিবীর শীতলতম ৭টি শহরের পরিচয়ঃ
১। আস্তানা, কাজাখস্থানঃ
আস্তানা কাজাখস্থানের একটি আধুনিক শহর। সেখানে আধুনিক বাড়িঘর, অফিস, মসজিদ, শপিংমল ইত্যাদি সবই পাবেন। গ্রীষ্মকালে সেখানে কিছুটা গরম থাকলেও শীলকালে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে হিমাংকের নীচে নেমে যায়। সেখানে এখন পর্যন্ত সর্বনিন্ম -৬১.৬° ফারেনহাইট / -৫১.৫° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে জানুয়ারীতে গড় তাপমাত্রা ৬.৪° ফারেনহাইট / -১৪.২° সেলসিয়াস থেকে থাকে।
২। মিনেসোটা, যুক্তরাষ্ট্রঃ
উত্তর মিনেসোটা শহরকে "The Icebox of The Nation" বা 'রাষ্ট্রের বরফের বাক্স' বলা হয়ে থাকে। সেখানে এখন পর্যন্ত সর্বনিন্ম -৫৫° ফারেনহাইট / -৪৮° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে জানুয়ারীতে গড় তাপমাত্রা ৪.৪° ফারেনহাইট / -১৫° সেলসিয়াস থেকে থাকে। এখানে প্রতি মৌসুমে গড়ে ৭১.৬ ইঞ্চি বরফ পড়ে থাকে। তবে এখানে আকাশটি নাকি অদ্ভুদ রকম সুন্দর হয়ে থাকে। অনেকেই এখানে স্কেটিং করতে যেয়ে থাকেন। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম শীতলতম শহর এবং প্রায় সারা বছর জুড়েই বরফ পড়ে থাকে।
৩। উলানবাটুর, মঙ্গোলিয়াঃ
এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৪৩০ ফুট উঁচুতে অবস্থিত। এটি পৃথিবীর মধ্যে কোন দেশের মধ্যে শীতলতম রাজধানী শহর। যদিও গ্রীষ্মকালে শহরটি অত্যন্ত গরমই বলা চলে। গ্রীষ্মকালে ১০২° ফারেনহাইট / ৩৯° সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে। তবে শীতকালে সর্বনিন্ম -৪৪° ফারেনহাইট / -৪২° সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে।
৪। বারো, যুক্তরাষ্ট্রঃ
এই শহরটি যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশের আর্কটিক সার্কেলে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের সর্ব উত্তরের শহর। এখানে বছরে মাত্র ১২০ দিনের মতন তাপমাত্রা কিছুটা সহনীয় বা হিমাংকের উপরে থাকে। বেশির ভাগ সময়েই হিমাংকের নীচে থেকে থাকে। এখানে সর্বনিন্ম -৫৬° ফারেনহাইট / -৪৯° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
৫। ইয়োলোকনাইফ, কানাডাঃ
আর্কটিক সার্কেল থেকে ২৫০ মাইল দূরে কানাডার সর্ব উত্তর-পশ্চিমের শহর হল ইয়োলোকনাইফ। এটা বছর জুড়ে কানাডার সবচেয়ে শীতলতম শহর। এখানে সর্বনিন্ম -৬০° ফারেনহাইট / -৫১° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
৬। নোরিলস্ক, রাশিয়াঃ
১ লক্ষ মানুষের বেশি মানুষের বসতি রয়েছে এমন শহরের মধ্যে নোরিলস্ক হচ্ছে সবচেয়ে উত্তরে অবস্থিত একটি শহর। এটি পৃথিবীর মাত্র ৩টি শহরের মধ্যে ১টি যেটা সারাবছর বরফে আচ্ছাদিত থাকে। এখানে সর্বনিন্ম -৬৩° ফারেনহাইট / -৫৩° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সারা বছরই গড়ে এখানে ১৪° ফারেনহাইট / -১০° সেলসিয়াস তাপমাত্রা থেকে থাকে। পৃথিবীর সর্ব উত্তরে অবস্থিত মসজিদটি এই শহরেই অবস্থিত। এছাড়াও এখানে অনেক জাদুঘর, আর্ট গ্যালারী ইত্যাদি রয়েছে। নোরলিস্ক সম্পর্কে একটী কথা না বললেই না, সেটি হল অনেকে এটীকে পৃথিবীর দূষিততম শহর বলে থাকে। কারণ এখানে অনেক মাইন/খনি রয়েছে এবং এর জন্য গড়ে উঠেছে অনেক ইন্ডাস্ট্রি, যা শহরটিকে পৃথিবীর অন্যতম দূষিত শহরের তকমা দিয়েছে। তাহলে আমরা বলতেই পারি পৃথিবীর শীতলতম শহর মানেই পরিষ্কার শহর নয়
Comments
Post a Comment