বিএসএমএমইউ ৪র্থ সমবর্তনঃ অবশেষে পেয়ে গেলাম বহুল আরাধ্য এমএস সার্টিফিকেট

সকল ডাক্তারেরই একটা অন্যতম স্বপ্ন ও আরাধ্য থাকে একটি পোস্টগ্রাজিয়েশন ডিগ্রী। আমিও এর ব্যাতিক্রম নই। মহান আল্লাহ তা'আলার রহমতে ও ইচ্ছায় অবশেষে সেটির সার্টিফিকেট পেলাম।  




আল্লাহর রহমতে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ শিশু হাসপাতালে ৫বছর মেয়াদী এমএস (শিশু সার্জারী) কোর্সের দীর্ঘ ৫ বছরের যাত্রা ২০২০ সালে সম্পন্ন করি। অবশেষে সেটার সার্টিফিকেট হাতে পেলাম। বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমবর্তন-এ অংশগ্রহণ করে তা গ্রহণ করি। ১৩ই মার্চ, ২০২৩ সালে  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় চ্যান্সেলর হিসেবে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। 

Comments