স্থানীয় লোকের ভাষায় ''মাতাই হাকর'' যার বাংলা অর্থ দেবগুহা। এ পাহাড়ের চূড়া থেকে ২৬৬টি সিঁড়ির নীচে আলুটিলা পাহাড়ের পাদদেশে পাথর আর শিলা মাটির ভাঁজে গড়া এ রহস্যময় সুড়ঙ্গের অবস্থান। গুহামুখের ব্যাস প্রায় ১৮ফুট আর দৈর্ঘ্য প্রায় ২৮০ফুট।
আজ আপনাদের সাথে আমাদের আলুটিলা গুহা ভ্রমণ শেয়ার করছি। আমার সাথে ছিল ডাঃ তাসনিয়া তারান্নুম এবং আমার বন্ধু ডাঃ রবিউল আউয়াল।
Comments
Post a Comment