প্রথমবারের মত ডেঙ্গু প্রবন বাংলাদেশে একটি সম্ভাবনাময় ডেঙ্গু টিকার গবেষণা সম্পন্ন করেছে আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা ।
ডেঙ্গু প্রবন বাংলাদেশে প্রথমবারের মত আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা একটি উৎসাহব্যঞ্জক টেট্রাভ্যালেন্ট ডেঙ্গু টিকা অর্থাৎ ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই উপযোগী টিকা নিয়ে গবেষণা সম্পন্ন করেছেন। গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ মূল্যায়ন করে দেখা যায় এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। গবেষণার ফলাফল সম্প্রতি দ্যা ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত হয়েছে।
icddr,b and UVM the first to study a promising dengue vaccine in dengue-endemic Bangladesh
Investigators from icddr,b, and the Larner College of Medicine at the University of Vermont (UVM), are the first to study a promising tetravalent dengue vaccine in dengue-endemic Bangladesh. Their work, evaluating the single-dose tetravalent dengue vaccine candidate TV005, demonstrated safety and immune responsiveness in children and adults. The accompanying study was recently published in the journal The Lancet Infectious Diseases.
Source: ICDDR'B
For Details: https://www.icddrb.org/news-and-events/press-corner/press-releases?id=176&task=view
Comments
Post a Comment